নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভায় জেলা প্রশাসক ঘোষিত ৭ দিনের লকডাউনে ১ম দিনে স্বাস্থ্য বিধি না মানায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার পৌর এলাকায় বিধি নিষেধ মানতে অবহেলা করলে এ অভিযান পরিচালনা করেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার মাইকিং করে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহ্বান জানান। এ সময় প্রয়োজনীয় কাজ ছাড়া পৌর শহরে অযথা ঘোরাঘুরি না করতে এবং আগামী ৭ দিন বিধি নিষেধ মেনে লকডাউন পালনের নির্দেশ দেন।
তিনি আরো বলেন, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …