সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

লালপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে শারমিন (২২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রবিবার রাতে উপজেলার মাঝগ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাদ্দামের স্ত্রী শারমিন।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রবিবার মধ্য রাতে স্বামী ও শশুরবাড়ীর লোকজনের নির্যাতনে শারমিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঐ গৃহবধুর ভাই রিপন।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লহমারী সাহেব গ্রামের তহরুল ইসলামের মেয়ে শারমিনের সাথে দু বছর আগে নাটোর জেলার লালপুর উপজেলার মাঝগ্রামের তৈজাল প্রামানিকের ছেলে সাদ্দামের সাথে বিয়ে হয়। বিয়েরর পর থেকে মাঝে মধ্যে স্বামী ও শশুর বাড়ির লোকজন যৌতুকের দাবীতে ঐ গৃহবধুকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এ সময় গত রাতে তাকে নির্যাতন করে হত্যা করেছে বলে স্থানীয় লোকজনের মধ্যে গুঞ্জন ও অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন লালপুর থানার পুলিশকে খবর দেয়।

পরে ঘটনা স্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের ভাই বাদি হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানা যায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …