রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে গরীব শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান

লালপুরে গরীব শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  ৭২ জন গরীব শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ৪ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ এর মিলাতয়াতনে এই  চেক প্রদান অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.স.ম মাহামুদুল হক মুকুল, আলালাউদিন আলাল, নাটোর জেলা তাঁতী লীগের নেতা প্রভাষক ইকবাল হোসেন রিপন, জেলা আওয়ামী লীগের নেতা তৌহিদুল ইসলাম বাঘা, ঈরশ্বদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় প্রমুখ। এসময় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পুড়ুয়া শিক্ষার্থীদের হাতে এই চেক প্রদান করা হয় ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …