বৃহস্পতিবার , এপ্রিল ১০ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে গমের জমির নাড়া পোড়ানোর আগুনে পাশের বাগানের লিচু, আম,
মেহগণিসহ বিভিন্ন জাতের ৩৮ টি গাছ পুড়ে গেছে। এতে কমপক্ষে দেড় লাখ
টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ বাগান মালিকের। তবে এটি
পরিকল্পিতভাবে আগুন লাগানোর ঘটনা দাবি করে এ ব্যাপারে থানায় মামলা দায়েরের
প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বাগান মালিক সাবান আলী। সাবান আলী
বড়াইগ্রামের বনপাড়া অফিস পাড়ার বাসিন্দা।
অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা সাবান আলী জানান, উপজেলার গোধড়া বিলে তার
দেড় বিঘা জমিতে আম, লিচু, লেবু ও সুপারীর গাছ লাগিয়েছেন। পাশের জমিটি
লিজ নিয়ে একই এলাকার শফিকুল ইসলাম গমের চাষ করেন। শুক্রবার বিকালে শফিক তার
জমিতে থাকা গমের নাড়া পোড়ানোর জন্য আগুন দেন। এ সময় আগুন দ্রæত গমের
জমি থেকে পাশের বাগানে লেগে যায়। এতে ১৪টি লিচু, দুটি আম, ৪টি
মেহগণি, ১০টি লেবু ও আটটি সুপারী গাছ পুড়ে মারা যায়।
বাগান মালিকের মেয়ে সময় টেলিভিশনের ঢাকা অফিসের রিপোর্টার তাসনিয়া
নিশাত মিম জানান, ৩-৪ বছর আগেও বাগানটি একই কায়দায় আগুন লাগিয়ে
পুড়িয়ে দেয় তারা। পাশের জমির মালিক পরিকল্পিতভাবেই তাদের বাগানটি নষ্ট করার
জন্য এমন করছেন বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে জমির লিজ চাষী শফিকুল ইসলাম বলেন, জমির নাড়া পোড়াতে গিয়ে
অসাবধানতা:বশত আগুন বাগানে ছড়িয়ে পড়ে। কিন্তু পরে আর আগুন নিয়ন্ত্রণে
আনা সম্ভব হয়নি। এতে কিছুটা ক্ষতি হলেও তার কিছু করার নেই বলে জানান
তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ
পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *