সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে গমের জমিতে পাওয়া গেল নবজাতক শিশু

লালপুরে গমের জমিতে পাওয়া গেল নবজাতক শিশু

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গমের জমিতে পাওয়া গেল একদিনের এক নবজাতক শিশু।আজ শুক্রবার সকালে উপজেলার রাধাকান্তপুর গ্রামে এক গমের জমিতে ওই নবজাতক ছেলে শিশু কে পাওয়া গেছে।শিশুটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।তবে শিশুটির কোন পরিচয় পাওয়া যায়নি।

রামপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন আজ শুক্রবার সকাল ৬টার দিকে হাঁটার জন্য বের হলে রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার পূর্ব পাশে গমের জমির মধ্যে প্রিন্টের শাড়ি দিয়ে পেঁচানো একটি নবজাতক শিশু দেখতে পাই তিনি।পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার পরিবারের লোকজন ওই নবজাতক কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, নবজাতক শিশুটি সুস্থ আছে। তিনি আরো বলেন, শিশুটির বয়স আনুমানিক একদিনের হতে পারে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …