রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

লালপুরে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে এই উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে আয়োজিত এক সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি, লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াত বিএনপি আবারো গণতন্ত্র নৎস্যাতের চেষ্টা করলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। বাংলাদেশের উন্নয়ন কেউ রুখতে পারবে না।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …