নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে । দিবসটি উপলক্ষে ইতিমধ্যে লালপুর উপজেলা প্রশাসন খ্রিস্টান পল্লীগুলোর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সম্পন্ন করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের সেন্ট পিটার্স নওদাপাড়া ও জোত্রামানাথ যিহোবা নেহেরু চার্চ খ্রিস্টান পল্লীতে গিয়ে দিনটি উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন ফাদার ফ্রান্সিস ডরেন, খ্রিস্টান পল্লীর সভাপতি সুবোধ পাহাড়ি, গির্জার কাটিখ্রীস্ট পরিচালনাকারী বৃষ্টি পাহাড়ি ও নিপেন সহ পল্লীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উপজেলার নওদাপাড়ায় গ্রামে ২২ টি, জোত্রামানাথ গ্রামে ৩৫ টি, ডহরশল গ্রামে ৪০টি খ্রিস্টান পরিবার বসবাস করে।
জোত্রামানাথ খ্রিস্টান পল্লীর সভাপতি শ্রীমন্ত পাহাড়িয়া জানান আগামীকাল বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা, প্রীতিভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
এছাড়া উপজেলার এবি ইউনিয়নের জপ মালা মা মারিয়া গির্জায় বড়দিনের প্রস্তুতি চলছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলার তিনটি গির্জায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।