রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোমিনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে। নিহত শিশুর পরিবার জানান, সকালে বাড়ির ওঠানে বনি ছেড়ে দিয়ে তার মা গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিববারের সদস্যরা। পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …