নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুুরে ২০২২-২৩ অর্থ বছরের খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড/উফশী রোপা আমন ধান, গ্রীস্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরন বিতরনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাড়িপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, কৃষি অফিসার রফিকুল ইসলাম, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রোকনুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।