নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুর উপজেলার দিয়ারপাড়ায় পারিবারিক কলহে কীটনাশক পানে জমেলা বেওয়া (৬৫) নামের বৃদ্ধা আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জমেলা বেওয়া লালপুর উপজেলার দিয়াড়পাড়া গ্রামের মৃত রহমানের স্ত্রী।
জানা গেছে, জমেলা বেওয়া পারিবারিক কলহের জেরে আজ বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করে। কীটনাশক পানের বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে লালপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালপুর থানার এস আই জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …