মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ 

লালপুরে কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,নাটোরের লালপুরে ডিগ্রি কলেজ গেট সংলগ্ন কালভার্ট স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পরায় দুর্ভোগে পরেছে ওই এলাকায় চলাচলকারী  সর্বসাধারণ। বিকল্প সড়ক না থাকায় ঝুকিপুর্ণ ওই কালভার্ট দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে পথচারী যানবাহন। রবিবার সকালে সরোজমিনে দেখা গেছে, লালপুর ডিগ্রী কলেজ সংলগ্ন পশ্চিম দিকে পিচরাস্তার কলেজ মোড়ের সামনের কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজগামী ছেলে মেয়ে প্রতিনিয়ত এই রাস্তায় ঝুকি নিয়ে চলাচল করলেও যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ক্ষতিগ্রস্থ কালভার্টটি দিয়ে ৫টি গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল আনা নেয়ার করে। কালভার্টের স্লাব ভেঙ্গে পরায় বিপাকে পরেছেন । পার্শে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল ও লালপুর ডিগ্রী কলেজে ও ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা এবং পৌরসভা যাতায়াতের একমাত্র রাস্তায়। লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন বলেন, আমাদের কলেজ মাঠে অনেক পানি জমে আছে, এবং পার্শে একটি গ্রামে পানি জমা হয়ে আছে এইসব পানি বেরোনোর একমাত্র রাস্তা কালভার দিয়ে, কালভার্টটি ভাঙ্গা থাকায় যানবাহন চলাচল, এতে স্কুলগামী শিশুরা ঝুকি নিয়ে চলাচল করে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, কালভার্টের দুরাবস্থার বিষয়টি আমি অবগত আছি, আমরা ব্যবস্থা নিয়েছি দু-একদিনের মধ্যেই সংস্কানের কাজ অর্ন্তভুক্ত করে জনদুর্ভোগ লাঘব করা হবে।

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …