রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / লালপুরে এসটিসি ব্যাংকের কার্যক্রম বন্ধের নির্দেশ

লালপুরে এসটিসি ব্যাংকের কার্যক্রম বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
সমবায় অধিদপ্তরের উপ-আইনের ব্যতয় ঘটিয়ে ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই স্মল ট্রেডার্স কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড (এসটিসি) লালপুর শাখার কার্যক্রম পরিচালনা করায় উক্ত শাখার সকল কার্যক্রম নাটোর জেলা সমবায় অফিসারের নির্দেশক্রমে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন লালপুর উপজেলা সমবায় অফিসার মোঃ আদম আলী। গতকাল রোববার (১৩ অক্টোবর) স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেন তিনি।

সমবায় অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা সমবায় কর্মকর্তা আদম আলী ও নাটোর জেলা সমবায় পরিদর্শক ইবনে জামান মোঃ ফয়জুল কবীর ব্যাংক সংক্রান্ত কাগজপত্র বৈধ কিনা তদন্তে ব্যাংকে যান। তদন্তকালে বৈধ কাগজপত্রাদি দাখিল করতে ব্যর্থ হওয়ায় কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়। তবে ব্যাংক কর্তৃপক্ষ রোববারের (১৩ অক্টোবর) মধ্যে বৈধ কাগজপত্রাদি দাখিল করবেন মর্মে প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি মোতাবেক গতকাল রোববার ব্যাংক কর্তৃপক্ষ কাগজপত্র দাখিল করেন। কিন্তু দাখিলকৃত কাগজপত্রে ব্যাংকটির কার্য এলাকা শুধুমাত্র নারায়নগঞ্জ জেলাব্যাপী সীমাবদ্ধ। সমগ্র বাংলাদেশ ব্যাপী কার্যক্রম পরিচালনার কোন অনুমতি নেই। এ কারণে ব্যাংকটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় সমবায় অফিস।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজারের শাহ মখদুম মার্কেটের ২য় তলায় গতকাল ১ অক্টোবর (মঙ্গলবার) বিকালে ব্যাংকটির নতুন শাখার উদ্বোধন করেন এসটিসি ব্যাংকের চেয়ারম্যান মির্জা আতিকুর রহমান। শাখা অফিস খুলে ইসলামি শরিয়া ভিত্তিক পরিচালিত করার কথা বলে সঞ্চয়, ডিপিএস, চলতি হিসাবসহ সব ধরণের ব্যাংকিং কার্যক্রম করা হচ্ছে। তবে নাম ব্যাংক আর অনুমোদন সমবায় অধিদপ্তর হওয়ার খবরে ব্যাংক শাখাটি চালু হওয়ার পর থেকেই স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। লালপুর শাখার ব্যবস্থাপক খায়রুল বাশার জানান, কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের পাঠানো কাগজপত্র লালপুর উপজেলা সমবায় কর্মকর্তার নিকট জমা দিয়েছিলাম। সমবায় অফিসার উক্ত কাগজপত্র দেখার পর, নারায়নগঞ্জ ব্যতীত দেশের কোথায় কার্যক্রম পরিচালনার অনুমতি নেই বলে ব্যাংকিং সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় আছি।

উপজেলা সমবায় কর্মকর্তা আদম আলী জানান, স্মল ট্রেডার্স কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড (এসটিসি) এর কার্যক্রম সমবায় আইন মোতাবেক হচ্ছে না মর্মে জেলা সমবায় অফিসার উক্ত ব্যাংকের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়ে একটি পত্র পাঠিয়েছেন। উক্ত পত্রের প্রেক্ষিতে যাচাই বাছাই করার জন্য ব্যাংকের অফিসে গেছিলাম। সমস্ত রেকর্পপত্র দেখেছিলাম, অত্র প্রতিষ্ঠানের কর্ম এলাকা সমগ্র নারায়নগঞ্জ জেলা ব্যাপী উল্লেখ রয়েছে।
সংশোধিত উপ-আইন ব্যতিরেকে নারায়নগঞ্জ জেলার বাহিরে কার্যক্রম পরিচালনা সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ১২(২) এর পরিপন্থি। এছাড়া সমবায় আইন ২০০১, সংশোধিত ২০০২ ও ২০১৩ এর ২৩ (১) ধারা অনুযায়ী কোন সমবায় সমিতি উহার কার্যক্রম পরিচালনার জন্য শাখা অফিস খুলিতে পারিবে না এবং সমবায় সমিতি আইনের ২৬ ধারা অনুযায়ী কোন সমবায় সমিতি উহার সদস্য ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে আমানত গ্রহন বা ঋণ প্রদান করিতে পারিবে না। সমগ্র দেশব্যাপী শাখা খোলার কোন অনুমতি বা রেজিষ্ট্রেশন সংক্রান্ত দলিল, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সংক্রান্ত কোন দলিল ও বৈধ কাগজপত্রাদি অফিস কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হয়েছে। তারা গতকাল রোববারের মধ্যে সকল বৈধ কাগজপত্রাদি জমা দিবেন মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ব্যাংকটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …