নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে এক মেছো বাঘের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের নাবিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে দুই যুবক জমিতে ঘাস কাটার জন্য মাঠে গেলে গাছে একটি বাঘ দেখতে পেয়ে চিৎকার করে তাঁরা। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসে। পরে জাল দিয়ে বাঘ টিকে আটক করে। এসময় বাঘের আক্রমণে দুই যুবক আহত হয় বলে জানা গেছে।
খবর পেয়ে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দ্রকুমার বিকেলে ঘটনাস্থলে গিয়ে আটককৃত মেছো বাঘটিকে চিকিৎসা দেন বলে জানা যায়।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলাতানা বলেন, বিষয়টি রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে মুঠো ফোনের মাধ্যমে জানো হয়। তাঁরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় রাতে মৃত বাঘটিকে মাটিতে পুতে রাখে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …