নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে আরজু পাগলী (৪২) নামের এক প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বাহাদীপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঘরের বারান্দায় বাঁশের তীরের সাথে গলায় দড়ি জড়িয়ে সে আত্মহত্যা করেছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই হত্যাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে গুঞ্জন উঠেছে যে ওই পাগলীকে কেউ হত্যা করে ঘরের বারান্দার তীরের সাথে ঝুলিয়ে রেখেছে।
আরজু পাগলী তাঁর ভাগ্নিপতি মৃত আব্দুর রহমান এর বাড়ীতে থাকতেন। সে র্দীঘদিন যাবত মানুষিক রোগে ভুগছিলেন এবং সে অবিবাহীত ছিলো বলে জানা গেছে।
এ বিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ প্রদক্ষেপ নেওয়া হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …