নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধুকে শারীরিক নির্যাতনের অভিযোগে মনিরুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর রাতে লালপুর থানা পুলিশ ওই ব্যাক্তিকে আটক করে বলে জানা যায়।সে উপজেলার ধনঞ্জনপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। ওই গৃহবধূ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গেছে। যৌতুকের দাবীতে দীর্ঘদিন ধরে জ্যামি খাতুনকে শরীরের ভাবে নির্যাতন করে আসছে তাঁর স্বামী মনিরুল ইসলাম।
১৩ এপ্রিল ওই গৃহবধূকে মারপিট করে শরীরে আগুন লাগিয়ে ঝলশে দিয়েছে তাঁর পাষান্ড স্বামী ও শাশুড়ি বলে জানা যায়। এঘটনায় মনিরুল ইসলাম সহ তাঁর মা জোসনা বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে জ্যামি খাতুনের মা জাহানারা খাতুন। এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,আটককৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …