শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে এক কুকুরের কামড়ে দুই গ্রামের ৬ শিশু আহত

লালপুরে এক কুকুরের কামড়ে দুই গ্রামের ৬ শিশু আহত


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ও মোমিনপুর গ্রামে এক কুকুরের কামড়ে ৬ শিশু আহত হয়েছে। বুধবার উপজেলার ওই দুই গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় এক শিশু কে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন, মোহরকয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর ইসলাম (৭), আরিফের ছেলে রকি (৮), সোহেল রানার ছেলে জিসান (৭), মোমিনপুর গ্রামের এডভোকেট রূপসের ছেলে রোদ্দুর (৭), লুৎফরের ছেলে সিয়াম (১১) ও একই এলাকার  জিসান (৭) ও মাসুম (৯)।

জানা যায়, বুধবার দুপুরে একটি কালো রঙের কুকুর পর্যায়ক্রমে ৬ শিশুকে মাথা ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। আহত অবস্থায় উদ্ধার করে তাদের দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে নূর ইসলাম (৫) নামের এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃওয়ালিউজ্জামান পান্না জানান, কুকুর কামড় দিলে দ্রুত ক্ষত স্থান সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। পাশাপাশি চিকিৎসা দিতে হবে বলে জানান তিনি ।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …