সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

লালপুরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, সাংবাদিক আব্দুর করিম, শাহ্ আলম সেলিম, সাহীন ইসলাম, একে আজাদ সেন্টু, আলাউদ্দিন জালাল, মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, ২৬ এপ্রিল সকালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার লালপুর উপজেলায় ৩৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …