সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

লালপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
”বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় । লালপুর-বনপাড়া সড়ক প্রদিক্ষণ করে র‌্যালীটি আবার উপজেলা চত্বরে এসে শেষে হয় । পরে উপজেলা পরিষদের মাঠ চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয় । সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে,এম সাহাবউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবির চৌধুরী প্রমুখ । মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ৩২ টি ষ্টোল দেওয়া হয়েছে ।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …