সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

লালপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরান হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ।

আটক ইমরান হোসেন উপজেলার পানঘাটা গ্রামের হাজী আ: রহিম মোল্লার ছেলে।

গত ৫ আগষ্ট বুধবার রাতে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহেদ আল মামুনের নির্দেশনায় এসআই কৃষ্ণ মোহন সরকার এবং এ এস আই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সেকছিলান পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করে।

এসময় তল্লাশি করে আসামির কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আসামির বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …