নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ইমো প্রতারনাকে কেন্দ্র করে মারপিট : মহিলাসহ আহত ৬

লালপুরে ইমো প্রতারনাকে কেন্দ্র করে মারপিট : মহিলাসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক, লালপুর
লালপুরে ইমোর মাধ্যমে প্রতারনা করে টাকা আদায়ের ভাগা ভাগি নিয়ে দু পক্ষের মারপিটে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে এই মারপিটের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, লালপুরের নাগশোষা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আপু (২০) ও আমির হোসেনের ছেলে হাসিব ( ২১) এর মধ্যে ইমো প্রতারনার মাধ্যমে টাকা আদায় করে তা ভাগাভাগি নিয়ে বেশ কয়েক দিন যাবত দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে তাদেন মধ্যে বুধবার (২ আক্টোবর) বেলা ১১ টার দিকে মারপিটের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মহিলাসহ ৬ জন আহত হয়। আহত নাগশোষা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মান্নান ( ৩৪), মসলেমের ছেলে মোয়াজ্জেম ( ৩৭), সাজদারের ছেলে শামীম ( ২২), মৃত মনিরের ছেলে আমির ( ৬৫) মহারাজপুর গ্রামের মকসেদের ছেলে রিপন ( ৩৪) ও তার স্ত্রী তানিয়া ( ২৬) কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পক্ষ রামদা, গিয়ার রড়, হাসুয়াসহ দেশী অস্ত্র বের করে মহড়া দিলে গ্রামের মধ্যে আতংক সৃষ্টি হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও দেখুন

রাণীনগরে নিষিদ্ধ রিংজাল ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক: রাণীনগর: নওগাঁর রাণীনগরে খাল থেকে প্রায় ৬০০মিটার  নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে …