নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে নামাজ পড়তে গিয়ে ইজিবাইক চুরি হয়েছে সাজদার হোসেন (৩৫) নামে এক চালক। শুক্রবার (১৪ জুলাই) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের মসজিদের সামনে থেকে ইজিবাইকটি চুরির ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায় নামাজ পড়া শেষ করে বাইরে এসে ইজিবাইক দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন ইজিবাইক চালক সাজদার হোসেন। সাজদার হোসেন জানান, ৫ মাস পূর্বে এনজিও থেকে ১ লাখ ৪০হাজার টাকা ঋণ নিয়ে ইজিবাইক কিনে চালানো শুরু করেন।
শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে মসজিদের সামনে ইজিবাইক তালা দিয়ে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেলে ইজিবাইক টি চুরি করে নিয়ে যায় চোরচক্র। ঋণের বাকি প্রায় ১ লাখ টাকার কিস্তি কিভাবে পরিশোধ করবেন ভেবে কান্নায় ভেঙে পড়েন ওই ইজিবাইক চালক।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …