নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ইজিবাইক চালক খোরশেদ আলম মিলন (৩২) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ ১৭ মে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ লাইনস্ এর ড্রিল শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি আরো জানান, শুধুমাত্র অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৪ মে মিলনকে নৃশংসভাবে হত্যা করে সজিব হোসেন (১৯), রবিউল ইসলাম (২৩), মেহেদী হাসান(২২),সাগর আলী (৪০) নামের চার ছিনতাইকারী। ১৫ মে সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কদিমচিলান রাস্তার পাশে আখ ক্ষেতের ভেতর থেকে মিলনের কর্দমাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১৬ মে লালপুর থানায় অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মিলনের বাবা ফখরুল ইসলাম।
এই মামলার সূত্র ধরে পুলিশ প্রথমে সজীবকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপরে তার দেয়া তথ্যমতে অপর তিনজন রবিউল ইসলাম, মেহেদী হাসান, সাগর আলী নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …