শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল

লালপুরে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (০৪ জুন) রাত ৮টার সময় ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ওয়ালিয়া গ্রামে এই প্রতিবাদ সমাবেশে ও ওয়ালিয়া বাজারে মিছিল করেছে নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, ‘ফজলুর রহমান পটলের জিবদ্দশায় যারা আলাদা মঞ্চ করে পটল ভাইকে ওয়ালিয়াতে ঢুকতে দিবে বলে ঘোষনা দিয়েছিল, তাদের প্রতিহত করে সেইদিন আমরা পদবঞ্চিত কর্মীরাই পটল ভায়ের জনসভা সফল কেরছিলাম। ২০১৮ সালের নির্বাচনে যারা কামরুন্নাহার শিরিন কে ছেড়ে কৃষক শ্রমিক, জনতা লীগের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছিল তারাই আবার লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ককে ভুল তথ্য দিয়ে বিএনপি’র প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল পরিবারের রাজনিতিকে ধ্বংস করার লক্ষে নীল নকশা তৈরী করে গত ২৯ মে ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের অগণতান্ত্রিক ও অরাজনৈতিক অথর্ব এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যার আহবায়ক ও বাঁকি যুগ্ন আহবায়করাও কখনো বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলনা। অথচ পূর্বে বিএনপি’র দুঃসময়ের আমরা গাড়ী পোড়ানোর মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সংসদ নির্বাচনের দিন, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের মেয়েকে বেদম প্রহার করে আহত করেছিল। সেদিন কোথায় ছিলো এই আহবায়ক কমিটির লোকজন। ত্যাগী নেতাকর্মী তাদের এই নবগঠিত কমিটিতে স্থান হয়নি। অতিদ্রুত ঐ কমিটি বিলুপ্ত করে পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠনের জোর দাবি জানায়। অন্যথায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মীরা রাজপথে নেমে কঠোর থেকে কঠোরতম আন্দোলন করার ঘোষনা দেন তারা।’

তারা আরো বলেন, ‘আজ পটল পরিবার আবার সমস্যায় পড়ার দারপ্রান্ত্রে চলে যাচ্ছে। আমরা বেচে থাকতে পটল পরিবারকে রক্ষা করার জন্য যা করা দরকার তাই করব।’

এসময় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সামাদ, সম্পাদক ফরহাদ, ৩নং ওয়ার্ড বিএনপির সম্পাদক জালাল, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক সুলতান আলী, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি খাইরুল, সম্পাদক আজিজ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কালাম, সম্পাদক আইয়ব, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল, সম্পাদক মান্নান, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইসরাইল সম্পাদক মমিন, বিএনপির নেতা শুকুর আলী, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জয়নাল আবেদীন, যুবদল নেতা শফিকুল ইসলাম, রাকিব হোসেন, শাহীন আলী, উজ্জল, থানা যুব দলের সাবেক প্রচার সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ, ছাত্রদল নেতা বিজয়প্রমুখ।

এই আহবায়ক কমিটি বাতিলের দাবিতে গত ৩১ মে দুপুরে উপজেলার ওয়ালিয়া গ্রামে ওয়ালিয়া ইউনিয়ন যুবদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭দিনের সময় বেঁধে দিয়ে গণপদত্যাগের হুমকি দেন পদবঞ্চিত যুবদল নেতাকর্মীরা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …