রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে আবুল কালাম আজাদ এমপি কে সংবর্ধনা

লালপুরে আবুল কালাম আজাদ এমপি কে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক,লালপুর:
নাটোরের লালপুরে মোহরকয়া ডিগ্রি পাস অনার্স কলেজে নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার মোহরকয়া ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ ড.মোঃ ইসমত হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাবনি সুলতানা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে কলেজের ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের শুভ উদ্বোধন করেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …