নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

লালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক,লালপুর
মূলত প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় তারাও সমাজের উন্নয়নে সমান অংশীদার, সমাজের সর্ব স্তরের মানুষের সচেতনতার মধ্যো দিয়ে প্রতিবন্ধী জীবন মানের উন্নয়নে আসবে গুরুত্বপূর্ণ পরিবর্তন এমন প্রতিপাদ্যাকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৯ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩রা ডিসেম্বর) বিকেলে বেসরকারী উন্নয়ন সংস্থ “জিআরডি” ফাউন্ডেশন এবং প্রস্তাবিত রেনেসা স্পেশালাইজড স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর পৌর বিএম কলেজে আলোচনা সভায় জিআরডি ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রস্তাবিত রেনেসা স্পেশালাইজড স্কুলের সভাপতি ইনতাজ আলীর সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর আলম, পরেশ চন্দ্র সরকার, সার্বিক সহেযোগিতায় ছিলেন “জিআরডি” ফউিন্ডেশনের স্থানীয় প্রতিনিধি মাসুদ রানা, তাহাজ উদ্দীন আহম্মেদ প্রমূখ।

আরও দেখুন

সিংড়ায় রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও কৃষি প্রণোদনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর) নাটোরের সিংড়ায় ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর …