নিজস্ব প্রতিবেদক, লালপুর :নাটোরের লালপুরে এক মাজার মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি আটক ৪ জন । শুক্রবার দুপুরে উপজেলার ভেলাবাড়ীয়া হযরত শাহ বাগু দেওয়ান (র:) মাজার মসজিদে এই ঘটনা ঘটে । পরে লালপুর থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন , এসময় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৪ জনকে পুলিশ আটক করে ।
িএলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়ীয়া হযরত শাহবাগু দেওয়ান (র:) মসজিদের নতুন ও পুরাতন কমিটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় । এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি রুপ নেয় । পুরাতন কমিটি সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ এর পক্ষ । আর নতুন কমিটি বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর পক্ষ । নতুন কমিটি এসে মাজারের মসজিদ দখল করে এবং খাদেমকে হুমকি ও ধামকি দিয়ে বিতাড়িত করে । পরে পুরাতন কমিটি লোকজন আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় । স্থানীয় লোকজন লালপুর থানা পুলিশকে খবর দেই , পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন । এসময় উভয় পক্ষের ৪ জনকে আটক করে পুলিশ । এবং নতুন কমিটির লোকজনকে মসজিদ এলাকা থেকে বের করে দেন । এসময় পুরাতন কমিটি বহাল রাখেন ।আটককৃতরা হলো , পুরাতন কমিটির রেজাউল করিম রেজা । অন্য দিকে নতুন কমিটির রামকৃষ্ণপুর গ্রামের মৃত খোরশেদ আলীর দুই ছেলে সুমন আলী ও সুজন আলী, মহাসিনের ছেলে ভূট্রু এই ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । এবিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, যে প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, সেই প্রতিষ্ঠানে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে । বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে নানা প্রকারের প্রশ্ন দেখা দিয়েছে ।এই বারে বিষয়টি শক্ত ভাবে দেখতে চাই । তিনি আরো বলেন,ঘটনাস্থল থেকে যাদের আটক করে থানায় আনা হয়েছে, তাদেরকে ছাড়া হবে না ।এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন, কমিটির বিষয়ে আমরা সবাই বুঝার আগেই এবং আমার অজান্তে এমন অকাক্ষিত ঘটনা ঘটেছে । তিনি আরো বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে । তাদের বিরুদ্ধে থানা পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন সেটা তাদের ব্যাপার ।