সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে আগুনে পুড়ে লাখ টাকার গরুসহ বাড়ি পুড়ে ছাই

লালপুরে আগুনে পুড়ে লাখ টাকার গরুসহ বাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে আগুনে পুড়ে গেছে এক কৃষকের বসত ও গোয়াল ঘর। এসময় গোয়াল ঘরে থাকা প্রায় লাখ টাকা মূল্যের এড়ে গরু মারা গেছে । শনিবার ভোর রাতে উপজেলার গোধড়া গ্রামের রেন্টু পাঠানের বাড়িতে এ ঘটনা ঘটে। রেন্টু পাঠান গোধড়া গ্রামের ইউনুস পাঠানের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে রঙ্গিন টেলিভিশন, ফ্রিজ, ফ্যান, গম, মসুর, রসুন ৩ রুম টিনশেড ঘর নগদ ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রেন্টু পাঠান বলেন, আমাদের পরনের কাপড় ছাড়া সমস্ত আসবাবপত্র সহ পুরো বাড়িই পুড়ে গেছে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …