নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়নের কামারহাটি দাঁইড়পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে জনৈক ছাবের আলীর বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। সোমবার সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়।
লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী জানান, সোমবার সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকাবাসী এবং লালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইসহাক আলী জানান, ওই বাড়িতে ৪লক্ষ নগদ টাকা সহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চাল ডাল থেকে শুরু করে বাড়ির দামি আসবাবপত্র টিভি ফ্রিজ পরনের কাপড় পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। এমতাবস্থায় পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে।
তিনি আরো জানান, খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে আমি সাবের আলী পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। সেই সঙ্গে উপস্থিত নিজস্ব তহবিল থেকে কিছু আর্থিক এবং খাদ্য সহায়তা প্রদান করি।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …