নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে আখ চাষীদের সাথে মতবিনিময়

লালপুরে আখ চাষীদের সাথে মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক,লালপুর:
লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ সরবরাহের লক্ষ্যে অবৈধ যন্ত্রচালিত মাড়াইকল দমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের আয়োজনে উপজেলার রায়পুরের দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আখ চাষীদের নিয়ে এই মতবিনিময় সভা হয়। বিএসএফআইসি (সিডিআর) যুগ্ম সচিব ও পরিচালক পুলক কান্তি বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহম্মদ খবির উদ্দিন মোল্যা,পিবিআই এর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দীন,উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী,গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি,দৈনিক জনকন্ঠ পত্রিকার লালপুরের নিজস্ব সংবাদদাতা শাহ আলম সেলিম,ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী,আখচাষী মোজাম্মেল হক প্রমুখ।

আরও দেখুন

নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে দুর্বৃত্তের হামলা ও ককটেল বিস্ফোরণ \ আহত-৭ \পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে …