বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / কৃষি / লালপুরে আখ চাষীদের মানব বন্ধন

লালপুরে আখ চাষীদের মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
আখচাষী ও শ্রমিক- কর্মচারীদের বকেয়া টাকা পরিষোধ করা সহ আখ মাড়াই, আখের ন্যায্য মূল্য ও চিনিকল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের দাবিতে মানব বন্ধন করেছ উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতি।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গোপালপুর- আব্দুলপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আব্দুস সামদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সিনয়র সহসভাপতি মতিউর রহমান, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু সকুমার সরকার, অর্থ সম্পাদক মাষ্টার হাফিজুর রহমান, আখচাষী নেতা মাষ্টার কার্তিক চন্দ্র প্রাং, আব্দুল করিম প্রমূখ। মানব বন্ধনে বক্তারা অনতিবিলম্বে আখ চাষীদের পাওনা টাকা পরিষধের জন্য নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এছাড়া আখের ন্যায্য মূল্য ও মিল বিরাষ্ট্রীয় করণ বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। মানব বন্ধন শেষে ৬ দফা দাবিনামা মিলের ব্যবস্থাপনা পরিচালক এর নিকট হস্তান্তার করা হয়।

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ-চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, দীর্ঘদিন থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায়-চরম ভোগান্তিতে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর …