নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর,২০ ডিসেম্বর:
আখরে জমিতে রবি শস্য উৎপাদনের সুযোগ প্রদান ও নিদিষ্ট মেয়াদে
ব্যক্তিভাবে আখ মাড়াই এবং যৌক্তিক উপায়ে আখ সরবরাহের দাবিতে
মানববদ্ধন করেছে আখচাষীরা। শুক্রবার দুপুরে গৌরীপুর-গোপালপুর সড়কের
চামটিয়া লালিপাড়া নামকস্থানে সড়কের এক পাশে ব্যানার নিয়ে
দাঁড়িয়ে আখচাষীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য
রাখেন আখচাষী আ: মান্নান,হাবুল ও ছাত্র সমন্বয়ক আল মামুন সরকার
প্রমুখ।
