শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ এর ইন্তেকাল

লালপুরে আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ এর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ (৭৫) বৃহস্পতিবার বেলা ৩টা ৩০মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী সহ এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার রাত ৯টা৩০ মিনিটে মোমিনপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরাদেহ দাফন সম্পূর্ণ করা হয়েছে। তাঁর মৃত্যুতে নাটোর-১ ,লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক পলাশ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানান তাঁরা।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …