সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে আওয়ামী লীগের দলীয় এক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী চার জনের মনোনয়ন জমা

লালপুরে আওয়ামী লীগের দলীয় এক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী চার জনের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
আসন্ন ৩য় ধাপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নাটোরের লালপুরে আওয়ামী লীগের দলীয় এক ও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী চার জন মনোনয়ন জমা দিয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান পল্লী উন্নয়ন কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেয়। সে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছে। তাঁর সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী সহ দলীয় নেতা-কর্মী , সমর্থকরা উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু,আড়বাব ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়ে লালপুর উপজেলা কৃষলীগের আহ্ববায়ক মোখলেছুর রহমান,ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ঝন্টু,কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সহ-সভাপতি আনছারুল ইসলাম বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে তাঁরা মনোনয়ন জমা দিয়েছে বলে জানা গেছে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …