সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

লালপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতা-কর্মী ও গ্রামবাসী। রোববার সকালে কদিমচিলান গ্রামের পচাবড়াল নদীর পাড় এলাকার সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আব্দুস সালাম, সোলেমান, দুলাল হোসেন, ডাবলু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন যারা রুহুল আমিনের বিরুদ্ধে মানহানীকর নানারকম বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন তাদের একজন হলেন, আদমব্যবসায়ী সিদ্দিকুর রহমান। তিনি বিভিন্ন মানুষের কাছে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে টাকা পয়সা আত্মসাৎ করেছেন। যা নিয়ে গ্রামে একাধিকবার শালিস বৈঠক হয়েছে। অপর ২ জন আতাহার আলী ও রহম আলী, তারা চুরি ও ডাকাতি মামলার এজাহার ভুক্ত আসামী। এ সকল ব্যক্তিরা সংঘবদ্ধভাবে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

বিভিন্ন সময় কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিভিন্ন শালিস দরবারে তাদের বিরুদ্ধে কথা বলায় তারা ষড়যন্ত্র করা ছাড়াও গনমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। সমাবেশে অবিলম্বে এ সকল অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানান হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …