নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলীর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন।
এসময় অনান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাইনুদ্দীন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম ,যুগ্ম জেলা দায়রা জজ শামসুল আল-আমিন,জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি , লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান , স্থানীয় সংবাদকর্মী সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …