সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে অসহায় ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের পাশে “স্পন্দন”

লালপুরে অসহায় ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের পাশে “স্পন্দন”


নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ

করোনা ভাইরাসের কারণে সাময়িক কর্মহীন অসহায় ব্যক্তি ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের দুঃসময়ে খাদ্য সামগ্রী নিয়ে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে বেসরকারী সেবামূলক সংগঠন স্পন্দন স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠণটির আয়োজনে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী, বসন্তপুর ও জয়পুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ইউনিয়নের আট্টিকা

গ্রামে শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণ করবে সংগঠনটি। পাশাপাশি করোনার প্রাদুর্ভাব মুক্ত না হওয়া পর্যন্ত সাধ্যনুযায়ী এ খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠণের নেতৃবৃন্দ। খাদ্য সহায়তার ব্যাগে রয়েলে চাউল, ময়দা, ডাউল, তেল, আলু ও সাবান। বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ্যাড. জিয়াউর রহমান, সাধারন সম্পাদক সাংবাদিক ও প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আফাজুল ইসলাম, আব্দুল ওয়াহাব সোনা, সাংগঠনিক সম্পাদক সাবর আলী, শামীম আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসরাত আলম ইমন, সহ অর্থ সম্পাদক মাসুদ রানা আবদুল্লাহ্, সদস্য তুহিন আলী, মামুন ইসলাম, শরিফুল ইসলাম, জুয়েল রানা প্রমুখ।

সংগঠণের সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন জানান, দেশব্যাপী করোনার প্রভাবে কর্মক্ষম ব্যক্তিরা আজ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সরকারীভাবে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এজন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, বিত্তবান ব্যক্তিবর্গ ও যুব সম্প্রদায়ের যৌথ উদ্যোগে কর্মহীন অসহায় এসব ব্যক্তিদের পাশে দাড়ানো দরকার। তবে হয়তো আমরা করোনার প্রভাব কাটিয়ে শীঘ্রই আবারও স্বাভাবিক কর্মজীবন ফিরে পাবো।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …