শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লালপুরে অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে রামপাড়া স্কুল এন্ড কলেজ এর অবৈধ ও নিয়ম বহির্ভূত ভাবে ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে ওই স্কুল এন্ড কলেজের ফটকের সামনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অভিভাবক সহ এলাকাবাসী ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এবং বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ইদ্রিস আলী লালু বক্তব্যে বলেন, এডহক কমিটি থাকা কালীন সময়ে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও নির্বাচন না করে গোপনে কমিটি করা হয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হযরত আলী বলেন, নিয়ম মেনে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …