রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে অনুমতি ছাড়াই সরকারী প্রাথ: বিদ্যালয়ের পুণরায় নির্মাণ কাজ শুরু!

লালপুরে অনুমতি ছাড়াই সরকারী প্রাথ: বিদ্যালয়ের পুণরায় নির্মাণ কাজ শুরু!

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের সেকচিলান সরঃ প্রাথঃ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ পুনরায় শুরু করেছে ঠিকাদার সাইফুল ইসলাম। এর আগে নির্মাণ কাজে ব্যপক অনিয়মের অভিযোগে এবং এলাকাবাসীর বাধায় নির্মাণ বন্ধ হয়ে যায়।

এই দূর্নীতির প্রতিকার চেয়ে গত ৯ জানুয়ারী গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দেয় এলাকাবাসী এবং ১০ জানুয়ারী এ বিষয়ে জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে “ লালপুরে সরঃ প্রাথঃ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ!” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন। বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের কোন অনুমতি ছাড়াই আবারও নির্মাণ কাজ শরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

আজ (২৫ জানুয়ারী) সকালে পূর্বের নিম্নমানের কাজের স্থলে জোড়া তালি দিয়ে কাজ করতে দেখে এলাবাসীর মধ্যে হতাশা সৃষ্টি হয় এবং এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারা।

প্রত্যক্ষদর্শী এলাবাসীরা জানান, যাদের নেতেৃত্বে নিম্নমানের কাজ বন্ধ করা হয়েছে, আজ তারাই অসাধু ঠিকাদার এবং উপজেলা প্রকৌশলী’র পক্ষে কেন? সাফাই গাইছে তা বোধগম্য নয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যে কাজের জন্য অভিযোগ করা হয়েছিল সেটা না ভেঙ্গেই জোড়া তালি দিয়ে তা ঢাকার কাজে ব্যস্ত আছে নির্মাণ শ্রমিকরা, তারা বলেন- উপরের অর্ডার আছে, সেখানে কথা বলুন।

পুনরায় কাজের অনুমিত হয়েছে কিনা জানতে চাইলে সেকচিলান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে আরা (রুমা) এবং পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী মাষ্টার জানান- উপজেলা প্রকৌশলী আমাদের একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার সেই প্রতিবেদন অন্য হাতে দিতে নিষেধ করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন দেখাতে বা দিতে পারবো না।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশনায় পুনরায় কাজের অনুমতি দেওয়া হয়েছে। আপনারা উনার সাথে কথা বলেন।

পুনরায় নির্মাণ কাজের অনুমতি বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি বলেন- আমি কোন অনুমতি দেইনি। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবো।

উল্লেখ্য, এই ভবন নির্মানে কাজ করছে পাবনার বালিয়া হালোট এর ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ’। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় চারতলা ফাউন্ডেশন এর উপরে একতলা সম্পন্ন করা হবে ভবনটি। যার নির্মাণ ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে ৯২ লক্ষ ২৯ হাজার টাকা।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …