নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী জামির উদ্দিন নামের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়ন এর হাজীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামির উদ্দিন উপজেলার উধোনপাড়া এলাকার মৃত ফয়েন উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, জামির উদ্দিন রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে ওয়ালিয়া হাজীর মোড় এলাকায় আম বাগান পাহারা দিতে যাচ্ছিলেন। পথে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তার কান দিয়ে রক্তক্ষরণ হয়। এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, সিএনজি চালিত অটোরিকশাটি রেজিস্ট্রেশন বিহীন ছিল। পুলিশ এর চালককে আটক করতে পারেনি।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …