সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আজিমনগর-ঈশ্বরদী রেল লাইনের মানিকহার নামকস্থান থেকে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেন বলে জানা গেছে। তবে ওই যুবকের সঠিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মরদেহের পাশে থাকা মানিব্যাগে একটি জন্ম নিবন্ধন পাওয়া গেছে। যেখানে নাম লেখা ছিল রাশিদুল ইসলাম,পিতার নাম জিল্লুর রহমান ও মাতার নাম রাশিদা খাতুন, গ্রামঃ হাটশ হরিপুর,থানা ও জেলা কুষ্টিয়া বলে উল্লেখ আছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা উক্ত স্থানে দুই রেল লাইনের মাঝে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকৃত যুবকের মাথায় ক্ষতের চিহ্ন রযেছে। রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …