নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে আগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে ২ টি ছাগল মারা গেছে, ৭টি ঘর পুড়ে ছাই ও ৮ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে । সোমবার রাতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের বাদল মোল্লার বাড়ীতে এই ঘটনা ঘটে ।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে জানা যায়, সোমবার রাত ১১ টা ৫৫ মিনিটের দিকে বাদল মোল্লার বাড়ীতে আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন লালপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিয়ে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা । গরু থাকা ঘরে কয়েল জ্বালিয়ে রাখা হয়ে ছিলো । সেই কয়েল থেকে আগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে তারা জানান ।
এসময় আগুনে অগ্নিদগ্ধ হয়ে ২ টি ছাগল মারা যায় ও ৭টি ঘর এবং আসবারপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধরণা করা হয়েছে । বাদল মোল্লার পরিবারের সদস্যরা রাত থেকে খোলা আকাশের নিচে বসবাস করছে ।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …