শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / লালপুরের সেই অ্যাবুলেন্স চালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

লালপুরের সেই অ্যাবুলেন্স চালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে রোগীকে চিকিৎসা দেওয়ার অভিযোগে বেসরকারি অ্যাবুলেন্সর সেই চালক আমজাদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শনিবার (৮) অক্টোবর সন্ধ্যায় নাটোরের আমলি আদালতের দায়িত্বে থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানা গেছে। ওই চালক উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছে অ্যাবুলেন্স চালক শিরোনামে প্রতিবেনটি ৫ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নজরে আসে।

এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, আদালতের লিখিত আদেশ পেয়েছি। অ্যাবুলেন্স চালক আমজাদ হোসেন কে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে ।

আরও দেখুন

হিলিতে ভিজিএফের ১৮শ’ নামের ভুয়া তালিকাকরে চাল আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালবিতরণে অন্তত ১৮শ’ …