নিজস্ব প্রতিবেদক, লালপুর:
এবার লালপুরের সেই বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে আসবাবপত্র দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার চংধুপইলে আমজাদ হোসেনের নিজ বাড়িতে একটি খাট, একটি আলনা ও একটি চেয়ার পৌঁছে দেন তিনি।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন রেলওয়ের একটি জায়গাতে ঝুপড়ি ঘর করে বাস করছিলেন। এমন খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ নিজে উদ্যোগী হয়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার একটি বাড়ি তাকে তুলে দেন। সেই সময় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন তার বাড়িতে শোবার জন্য একটি খাট, বসার জন্য একটি চেয়ার এবং কাপড়-চোপড় রাখার জন্য একটি আলনার দাবি করেন। তৎক্ষণাৎ এই দাবি পূরণের প্রতিশ্রুতি দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
এ সময় চেয়ারম্যান ইসাহাক আলী জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমজাদ হোসেন আমাদের ঋণী করেছেন। বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি হিসেবে আজকে এই সামান্য আসবাবপত্র তাকে তুলে দিতে পেরে আমি খুশি।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …