শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / লালপুরের বিলমাড়ীয়া ইউপির উন্মুক্ত বাজেট সভা

লালপুরের বিলমাড়ীয়া ইউপির উন্মুক্ত বাজেট সভা

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুর উপজেলার ৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের ১ কোটি ৪ লক্ষ ৪৪ হাজার ৯শ’ ৯৫ টাকার বাজেট পেশ করা হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে উন্মুক্ত বাজেট পেশ করেন চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু।

করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে বাজেট পেশ করা হয়। আগামী অর্থ বছরে বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৪৪ হাজার ৯শ ৯৫ টাকা। আর মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২ লাখ ৫ হাজার ৬শ’ ২০ টাকা। আগামী বছর উদ্বৃত্ত থাকবে ২লাখ ৩৯ হাজার ৩শ’ ৭৫ টাকা।

বিলমাড়ীয়া ইউনিয়নের এই বাজেট সভায় উপস্থিত ছিলেন বিলমাড়ীয়া মডেল একাডেমীর অধ্যক্ষ আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুল হক মজনু, মাহমুদ আলী বাবু, ইউপি সদস্য আনিসুর রহমান, মোমিনুল ইসলাম, মিনু খাতুন, আহাদ আলী, ইসমাইল হোসেন ভান্ডারি প্রমুখ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …