রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরের নওপাড়ায় গাঁজার গাছসহ গাঁজা চাষী সাইফুল আটক

লালপুরের নওপাড়ায় গাঁজার গাছসহ গাঁজা চাষী সাইফুল আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করেছে সাইফুল(৪৮) নামের এক মাদক ব্যবসায়ী এ খবর পেয়ে রাতে অভিযানে নামে লালপুর থানার পুলিশ। এ সময় ১০ ফিট উচ্চতা একটি গাঁজার গাছ উদ্ধার করে এবং গাঁজা চাষী সাইফুল কে আটক করে পুলিশ।

মঙ্গলবার ৪ জুলাই দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে লালপুর থানা পুলিশের একটি দল উক্ত অভিযানটি পরিচালনা করে নওপাড়া এলাকায় ইব্রাহিমের ছেলে সাইফুলের বাড়ি থেকে ১০ ফিট উচ্চতা সম্পন্ন ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে সেই সাথে গাঁজা চাষি সাইফুল কে আটক করে বলে জানা গেছে।এ ব্যাপারে লালপুর থানায় সাইফুল ইসলামের নামে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।

ঘটনার বিষয়ে এস আই রেজাউল করিম জানান, সাইফুল এর আগেও গাঁজা চাষ করেছে। সে প্রতি বছর নিয়মিত গাঁজা চাষ করে।

এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, গাঁজা চাষীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …