নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরের দেওয়ালে দেওয়ালে জয়বাংলা শ্লোগান লিখা

লালপুরের দেওয়ালে দেওয়ালে জয়বাংলা শ্লোগান লিখা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে দেওয়ালে দেওয়ালে “জয় বাংলা,  জয় বঙ্গবন্ধু ” শ্লোগান  লেখা দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত-রাতে লালপুর উপজেলার শ্রী সুন্দরীপাইলট উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে এসব শ্লোগান লেখা দেখা যায়। স্থানীয় সূত্রে জানাযায় রাতের কোন একটা সময় কেবা কাহারা কালো কালিতে দেওয়ালে দেওয়ালে শেখ, পুলিশ হত্যার বিচার চাই  ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু  শ্লোগান  লিখেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন দেওয়ালে পুলিশ হত্যার বিচার চাই  ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু  শ্লোগান  লিখেছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর লালপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,  ছাত্র লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। এরপর থেকে তাদের প্রকাশ্যে কোন রাজনৈতিক তৎপরতা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই একজনের সক্রিয়তা দেখা যায়। তবে ৫ই আগস্টের পর এই প্রথম দেওয়াল লিখনের মাধ্যমে তাদের তৎপরতা সামনে এলো । নাটোর জেলা ছাত্র দলের সদস্য শাকিল আহমেদ বলেন লালপুরের শান্ত পরিবেশকে নষ্ট করার লক্ষে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে দেওয়াল লিখনের মাধ্যমে আতংক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। লালপুর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল বলেন স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা সারা দেশে অস্থিরতা সৃষ্টির  লক্ষ্যে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে লালপুরে রাতের অন্ধকারে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে দেওয়ালে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে  লালপুরের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রশাসনের নিকট দাবি জানায় দ্রুত এদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান বিষয় যারা রাতের অন্ধকারে দেওয়াল লিখনের কাজ করেছে তাদের ব্যাপারে খেঁাজ খবর  নেওয়া হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

আরও দেখুন

নাটোরে মাদকে বাধা দেওয়ায় যুবকের চোখ উৎপাটন ও পায়ের রগ কর্তন, আটক ১

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে মাদক কেনা-বেচায় বাধা দেওয়ার জেরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে চোখ …