সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরের দুড়দুড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলনে ১৪৪ ধারা জারি

লালপুরের দুড়দুড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলনে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক:
ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকায় ২৪ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সভাস্থল রামপাড়া উচ্চ বিদ্যালয়সহ সংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ লালপুর উপজেলা দুড়দুড়িয়া ইউনিয়নের নতুন কমিটি গঠনের লক্ষ্যে বুধবার সম্মেলনের ডাক দেওয়া হয়। এ নিয়ে বর্তমান কমিটির সভাপতি নায়েব উদ্দিন মালিখা ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সর্মথকরা পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয়।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় সংঘাত এড়াতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …