রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরের ট্রেন কাটা পড়ে পা হারালো স্টেশন মাস্টার

লালপুরের ট্রেন কাটা পড়ে পা হারালো স্টেশন মাস্টার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে চলনত ট্রেন থেকে নামতে গিয়ে বাম পা হারালো ববিন (৪৫) নামের এক স্টেশন মাস্টার। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্পেশাল ট্রেন থেকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে নামতে গিয়ে ওই মাষ্টার ট্রেনের নিচে পড়ে গিয়ে তার বাম পা কেটে যায়।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। রবিন শান্তাহার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার। সে রাজশাহী যাওয়ার উদ্দেশে ওই স্টেশনে নামতে গিয়ে এই ঘটনা ঘটে।

আব্দুলপুর রেলওয়ে জংশন এর স্টেশন মাস্টার জিয়া উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …