নিজস্ব প্রতিবেদক, লালপুর:
৩ আগস্ট নারদ বার্তায় ”অধিকার সত্বেও লালপুরের জোত দৈবকীর মরিজান বিধবা ভাতা বা বয়স্ক ভাতা পায়না” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশের পর বুধবার দুপুর বারোটার দিকে মরিজানের বাড়িতে ছুটে গেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। সেখানে গিয়ে তিনি নিজ হাতে বিধবা ভাতার বহি তুলে দেন মরিজানের হাতে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী জানান, ৩ আগস্ট নারদ বার্তায় সংবাদটি দেখার পরই আমি তার খোঁজ খবর নিয়ে তাকে বিধবা ভাতার কার্ড করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। কেন তিনি এতোদিন কোন সহযোগিতা পাননি-সে বিষয়টিও দেখবেন। উল্লেখ্য লালপুরের কলেজ মোড় সন্নিকটের মাদ্রাসা সংলগ্ন জোত দৈবকী গ্রামের অসুস্থ বিধবা মরিজান বেগম (৬৫) ভিক্ষাবৃত্তি করে জীবন চালায়। সেখানে অন্যের জমিতে অস্থায়ী বসতি করে স্ত্রী মরিজান ও ৩ মেয়ে নিয়ে বাস করতে থাকে।এতো
বয়সেও সরকারি কোন সাহায্য সহযোগিতা পাননি। সরকারি সহায়তা পেতে অনেকের কাছে ধরণা দিয়ে কাজ হয়নি। করোনা মোকাবেলায় বিপন্ন মানুষের প্রতি সরকারে মানবিক ত্রাণ সহায়তা,এমনকি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যক্তিগত সহযোগিতাও তিনি পাননি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …