সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

লালপুরের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পদ্মার চরাঞ্চলের সুবিধা বঞ্চিত বেকার নারী-পুরুষদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আইসিটি ক্লাবের সভাপতি খাজা শামীম ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …